হোম > ছাপা সংস্করণ

ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের কাছ থেকে অবৈধভাবে ডিসিআর নেওয়ার জন্য ঘুষ দিতে গিয়ে আতিকুর রহমান (৩৮) নামের এক ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল্লাহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আতিকুরের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওষুধ ব্যবসায়ী আতিকুর রহমান সাফা বন্দরে এক ব্যক্তির ঘর বাৎসরিক চুক্তিতে ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। ওই ডিসিআরের ঘর নিজের নামে নেওয়ার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের কার্যালয় গিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সহকারী কমিশনার সাখাওয়াত জামিল থানা–পুলিশ ডেকে আতিকুর রহমানকে পুলিশে সোপর্দ করেন।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সরকারি কাজে বাঁধা ও প্রতারণার অভিযোগে আতিকুরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত জানান, ধানীসাফায় একটি চান্দিনা ভিটি নিয়ে জটিলতা ছিল। ওই এলাকার এক ব্যক্তি ভূমি অফিস থেকে ইজারা নিয়ে আতিকুর রহমানের কাছে ঘর ভাড়া দেন। দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ী আতিকুর ওই ইজারা বাতিল করে তা নিজের নামে নেওয়ার পাঁয়তারা করছিলেন। তিনি এ বিষয়ে সুবিধা পাওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ