হোম > ছাপা সংস্করণ

গজারিয়ায় বিষে মরল ঘেরের মাছ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে মরে গেছে ২০ লাখ টাকার মাছ। গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়পাড়া এলাকার জিয়া ঢালীর ১৫০ একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়।

ঘেরের এক কর্মচারী বলেন, ‘ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে। বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই। এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন প্রধান বলেন, ‘গ্রামের ঈদগা, কবরস্থান কমিটি থেকে গত কয়েক বছর ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল জিয়া। এ বছর অনেক টাকা বিনিয়োগ করেছে। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেছে। এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।’

ক্ষতিগ্রস্ত ঘের মালিক জিয়া বলেন, ‘বিষ প্রয়োগ করে মাছ মারায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি। সেই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাঁদের বিচার চাই।’ এ ঘটনায় জিয়া ঢালী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দীন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ