কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কুমিল্লা জেলার সহযোগী সংস্থাসমূহের আয়োজনে এনজিও ফাউন্ডেশন দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যয় উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান খান।
প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার এতে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক লোকমান হাকিম, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক দিলনাশিঁ মোহসেন প্রমুখ।