ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর আওতায় গতকাল সোমবার সকালে আনন্দ মোহন কলেজ এবং মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজে মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন চালায় মসিক।
এ সময় উপস্থিত ছিলেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শফি কামাল, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হচ্ছে। নগরীতে যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে সবগুলোতেই মাস্ক বিতরণ করা হবে।