হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের দাবি আওয়ামী লীগ প্রার্থীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কালির বাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের ধনিয়াখোলা বাজারে তাঁর নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নৌকার প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু নেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেকান্দর আলী বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিদিন নৌকার সমর্থকদের ওপর হামলা ও হয়রানি করছেন। আমাকে নির্বাচনের পর দেখে নেবেন বলে হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে তাঁর সন্ত্রাসী বাহিনীর হামলায় আমাদের ১৫–২০ জন নেতা কর্মী আহত হয়েছেন। অনেকের বাড়ি ঘর, দোকানপাট লুট করেছেন। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সেকান্দর আলী বলেন, ‘নুরুল ইসলামের লোকেরা আমার সমর্থকদের ওপর হামলা করেছেন। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় আওয়ামী লীগের কোনো নেতা–কর্মীরা তারঁ (নুরুল ইসলামের) সঙ্গে নেই। স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলে আমাকে নির্বাচিত করেছিলেন। তিনি স্বাভাবিক উপায়ে নৌকা প্রতীক পাননি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ