সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় জনপদের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও তাঁদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে গত বুধবার দিনব্যাপী সুন্দরবন ঘেঁষা দুর্গত জনপদ গাবুরায় এসব কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় ৪ শতাধিক মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি ১৭০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয়দের খাবার পানির সংকট দূরীকরণে চাঁদনীমুখা মহিলা মাদ্রাসা ও নুরানি ইবতেদায়ি মাদ্রাসায় দুটি খাবার পানির ট্যাংক উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জেনীফার বিনতে ইয়াছিন প্রমুখ।