তারাগঞ্জ প্রতিনিধি
তারাগঞ্জে করোনাভাইরাসের ঝুঁকি নিরসনে টিকা নিতে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুর্শা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ৩২৫ জন নারী-পুরুষ নিয়ে এই প্রচারাভিযান চলে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্মসূচির আয়োজন করে। এতে টিকার নিবন্ধন, সচেতনতামূলক গান ও আলোচনার পাশাপাশি করোনার তথ্য সংবলিত চাবির রিং, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।