কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় গণ প্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদ্যাপিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়া শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে আলোচনা সভায় মিলিত হয়।