জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে যুবদের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।
গতকাল সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে মিঠাপুকুরে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
আশিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের বিষয়ে আন্তরিক। তিনি যুবদের দক্ষ করে তোলাসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন।
সাংসদ আশিকুর বলেন, ন্যাশনাল সার্ভিসের আওতায় মিঠাপুকুরে প্রায় ১০ হাজার যুব ভাতা ও প্রশিক্ষণ পেয়েছেন। তিনি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য যুবদের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ, শিশুবিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম সাজু।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ পাওয়া যুবদের সনদ ও ঋণের চেক হস্তান্তর করা হয়।