হোম > ছাপা সংস্করণ

কোটায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ চেয়ে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

পরিচ্ছন্নতাকর্মী কোটায় নিয়োগসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। পরে জেলা প্রশাসক বরাবর এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা।

গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন হরিজন সম্প্রদায়ের লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠী রয়েছে। বংশ পরম্পরায় এই পেশায় কাজ করে আসছে তারা। শহর-নগর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ব পালন করে আসছে তারা।

বক্তারা আরও বলেন, ইতিমধ্যে সরকার তাদের দাবির ৮০ ভাগ কোটা নির্দেশনা দিয়েছে। বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোটায় বেকারদের নিয়োগের অনুরোধ জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নোয়াখালী শাখার সভাপতি গণেশ হরিজন, সহসভাপতি বাবু হরিজন, সাধারণ সম্পাদক কালা হরিজন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ