হোম > ছাপা সংস্করণ

আলালের বিরুদ্ধে যশোরে সমন জারি

যশোর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে সমন জারি করেছেন যশোর আদালত। গতকাল বুধবার দুপুরে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেওয়া হয়।

যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান সমন জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। আসামি মোয়াজ্জেম হোসেন আলাল দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘এখন আর তসবি পট্টি নাই। কপালে তিলক চন্দন দেয় আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে ফষ্টি নষ্টি করেসহ বিভিন্ন বক্তব্য দেন।’

মামলার অভিযোগে বাদী আরও বলেছেন, আসামি এই রূপ আক্রমণাত্মক বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সুনাম সম্মান ও মানহানি হয়েছে। আসামির ওই বক্তব্য ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বিন্যাসে প্রচার ও প্রকাশ করে আওয়ামী লীগ সরকার ও রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ বক্তব্য প্রকাশ ও সম্প্রচার হওয়ায় দেশের মধ্যে অস্থিরতা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার উপক্রম হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ