উদ্বোধনের অপেক্ষায় আছে নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি)। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে এটি। উপজেলার কুশদহ ইউনিয়নে বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর কোল ঘেঁষে নির্মাণ হচ্ছে প্রতিষ্ঠানটি। দেশের ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পে এ প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকে পাঠদান আরম্ভ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের ২৩ এপ্রিল অভ্যন্তরীণ রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. শিবলী সাদিক। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৩২৭ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এমডি নাজির হোসেন ও শফিক এন্টারপ্রাইজ জেভি নির্মাণকাজ পরিচালনা করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, অভ্যন্তরীণ সড়কে গভীর নলকূপ স্থাপনসহ সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষের দিকে, বর্তমানে প্রতিষ্ঠানে বিদ্যুতায়নের কাজ চলমান রয়েছে।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম জানান, মহামারি করোনার কারণে নির্মাণকাজ কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী জানুয়ারিতে ভবন হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. শিবলী সাদিক বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করার অঙ্গীকারের অংশ হিসেবে নবাবগঞ্জে এ প্রতিষ্ঠানটি নির্মিত হচ্ছে। এতে উপজেলার শিক্ষার্থীরা স্বল্প ব্যয়ে আধুনিক মানের কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারবে।’