হোম > ছাপা সংস্করণ

খাদ্যে ‘বিষ’, অসুস্থ শতাধিক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় নারী-শিশুসহ ১২০ জন অসুস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২৫ জন বৃদ্ধ রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের আবুল মালেকের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের এরশাদ উল্যাহর কন্যার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী, কনে পক্ষের লোকজনসহ প্রায় ৩০০ লোককে দুপুরের খাবার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল থেকে অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।

শুক্রবার রাতে ডায়রিয়া ও পেট ব্যথায় গুরুতর অসুস্থ অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় তাদের নিজ নিজ বাড়ি থেকে পিকআপের পাটাতনে শুইয়ে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুই পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছেন। তারপরও খাদ্যে বিষক্রিয়ায় তিনিসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ