সংসদ নির্বাচনের মধ্যেই রাশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার এক বন্দুকধারী শিক্ষার্থীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল সোমবার মস্কো থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে পিয়ার্ম স্টেট ইউনিভার্সিটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হামলাকারী এদিন সকালে হেঁটে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন এবং অতর্কিত গুলি ছোড়া শুরু করেন। এ সময় গুলির শব্দে শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নেন।
হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের সময় আহত হওয়ায় তাঁকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঘটনা তদন্তকারী কমিটি।
স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, ওই বন্দুকধারী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাইফেল, হেলমেট এবং গোলাবারুদ নিয়ে ছবি পোস্ট করেছিলেন। ঘৃণা থেকে হামলা চালানোর কথা স্বীকার করেছেন তিনি।
সংসদ নির্বাচন
রাশিয়ার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত রোববার। এতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। তবে ভোটে জালিয়াতির অভিযোগ উঠেছে।