বরিশাল জেলার গৌরনদী উপজেলায় নিখোঁজের নয় দিন পরেও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ স্কুলছাত্রীর। উল্টো অপরিচিত এক ব্যক্তি ফোন করে নিখোঁজ ছাত্রীর পরিবারের কাছে টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সকালে ওই ছাত্রীর বাবা জানান, গত ১৩ নভেম্বর সকালে তার মেয়ে স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ১৯ নভেম্বর সকালে অপরিচিত এক ব্যক্তি তার ভাগনের মোবাইলে ফোন করে বলেন, মেয়েটিকে অজ্ঞান অবস্থায় রংপুরে রাস্তার পাশে পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি ভিত্তিতে অপারেশনের জন্য প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন।
নিখোঁজ স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমরা টাকা পাঠাতে রাজি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের ছবি ওই ব্যক্তিকে পাঠাতে বললে সে ছবি পাঠাতে রাজি হলেও পরবর্তীতে ওই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিখোঁজ স্কুল ছত্রীকে উদ্ধারের জন্য পুলিশের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।