হোম > ছাপা সংস্করণ

নির্মাণাধীন ৮ দোকান গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

মনিরামপুরে রাতের আঁধারে নির্মাণাধীন আটটি দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার রাজগঞ্জ বাজারের বটতলা-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত নয় দোকানঘর মালিক আয়নাল হক।

আয়নাল হক বলেন, ‘দোকানের জমি আমাদের। দীর্ঘদিন ধরে আমরা এ জমি ভোগ দখল করে আসছি। সেখানে আটটি দোকানঘর নির্মাণ করেছি। দোতলা ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে এক সপ্তাহ আগে কাজ শুরু করেছি। গত শনিবার রাতে কে বা কারা দোকানগুলো গুঁড়িয়ে দিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে আয়নাল হকের নির্মাণাধীন দোকানের জায়গাটি সরকারি বলে দাবি করছেন ঝাঁপা ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল রানা। সরকারি জমিতে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের কাজ চলায় প্রতিকার চেয়ে ৩-৪ দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

সোহেল রানা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘রাজগঞ্জ বাজারের একটি চক্র প্রস্তাবিত সমবায় মার্কেট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পাবলিক লাইব্রেরির জন্য পরিকল্পনার সরকারি ১৬ শতাংশ জমি দখল করে নিয়েছে; যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। অজানা কারণে নীরব স্থানীয় প্রশাসন ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটি।’

তবে সোহেল রানার কথার সঙ্গে মিলছে না চালুয়াহাটি ইউনিয়নে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শফিউর রহমানের বক্তব্য। শফিউর রহমান বলেন, ‘এটি খাস জমি। অকৃষি খাস জমি হিসেবে ভূমি মন্ত্রণালয় চলতি বছরে তাঁদের (আয়নাল হকদের) নামে ১২ শতক জমি স্থায়ী বরাদ্দ দিয়েছে। তাঁদের নামে রেকর্ড সংশোধনী হয়েছে।’

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানী ইসরাইল বলেন, ‘কাগজপত্র দেখলে বোঝা যাবে জমির মালিককে। এ ব্যাপারে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ