ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও দোহার প্রেসক্লাবের পাশের পৌরসভার অস্থায়ী ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে পৌরসভার কর্মচারীরা দুটি ট্রাকে করে এ ময়লাগুলো সরিয়ে নেন।
দোহার পৌরসভার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী জায়গা না থাকায় অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ময়লা ফেলছিল পৌরসভা কর্তৃপক্ষ। ফলে ময়লার দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয় ও পথচারীদের। এ নিয়ে আজকের প্রতিকায় সংবাদ প্রকাশের পর ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে।
ওই স্থানে চায়ের দোকানি মো. দুলাল বলেন, ‘পৌরসভাকে ধন্যবাদ জানাই। এখন আমাদের চায়ের দোকানে আরও বেশি লোকজন আসবে বলে আশা করি।’
দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, ‘আমরা সকাল থেকে রতন চত্বর থেকে পশু হাসপাতাল সড়ক ও জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে থাকা ময়লাগুলো অপসারণের কাজ শুরু করেছি। দোহারের আড়িয়ল বিলে একটি জায়গা লিজ নিয়ে ডাম্পিং ব্যবস্থা করেছি। এই ময়লা সেখানে নিয়ে ফেলছি।’
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীমউদ্দিন বলেন, ‘ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের ভূমিকায় ময়লা সরানোর কাজ শুরু হয়েছে। সে জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’