নান্দাইল প্রতিনিধি
নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে তৌহিদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামের মো. হারিছ মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে উদং মধুরপুর গ্রামের আল নোমানের বাড়িতে অবৈধ লাইনে শিশু তৌহিদ জড়িয়ে পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।