আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। আমানুল্লাহ কাজী শহীদ কে সভাপতি ও মো. ফিরোজ কবির কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিরা হাইস্কুল হলরুমে একটি অনুষ্ঠিনের আয়োজন করা হয় । বিএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৪ নম্বর কুমিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম তেহিদুজ্জামান, সহ সভাপতি মো. হুমায়ূন কবির ভুট্টো, মো. আশরাফুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান রুবেল, কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবু কুণ্ড, নুর আলি কাজী, আওয়ামী লীগ নেতা, মো. হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতাসহ অন্যান্য নেতারা।