হোম > ছাপা সংস্করণ

শিল্পীর তুলিতে বর্ণমালা

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

কী ভাবছে ওপরের ছবির শিশু দুটি? তারা কী মেলাতে পারছে অতীতের সঙ্গে বর্তমানকে? কেননা সময়ের সঙ্গে বদলায় ভাষা, বদলায় পরিবেশ ও মানুষ। কিন্তু মানুষের কৌতূহল, আবেগ ও স্মৃতি থেকে যায়। হাজারীবাগের ট্যানারিশ্রমিকদের সেই আবেগ, স্মৃতি, পারস্পরিক কথোপকথন, ভাষা, ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতা বিনির্মাণের প্রয়াস থেকেই প্রদর্শিত হচ্ছে ‘ঐ একটি সমন্বিত কৌতূহল’ শিরোনামে প্রদর্শনী।

বৃহত্ত আর্ট ফাউন্ডেশনের আয়োজনে হাজারীবাগের গজমহল উচ্চবিদ্যালয়ের সামনে মুক্তি ট্যানারির চতুর্থ তলায় প্রদর্শনীটি চলছে। ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।

হাজারীবাগের পরিত্যক্ত এ ট্যানারিতে গত বছরের জুলাই থেকে কাজ করছে বৃহত্ত আর্ট ফাউন্ডেশন। ট্যানারির শ্রমিকেরা তিন বছর আগে চলে গেলেও সেই শ্রমিকদের স্মৃতি ধরে রেখেছে বৃহত্ত আর্ট ফাউন্ডেশন। পাশাপাশি তার সঙ্গে শৈল্পিক প্রয়োগ ও নতুনত্বের সংযোগ ঘটিয়ে উদ্ভাবনের চেষ্টা করেছেন নতুন ভাষা, অর্থ ও কথা।

মুক্তি ট্যানারির নিচতলায় এখনো রয়েছে চামড়ার গোডাউন। সেখানে ঢুকতেই একটা উৎকট গন্ধ নাকে এসে লাগে। নিচতলা থেকে চতুর্থ তলায় উঠতে উঠতেই যেন সব বদলে যেতে থাকে। যেমন সময়ের সঙ্গে সঙ্গে বদলে থাকে মানুষের ভাষা।

প্রদর্শনীটিতে স্মৃতি, আগ্রহ, মমতা, পরম্পরার শৈল্পিক প্রকাশ ঘটেছে। যাপনের ভাষা ফুটে উঠেছে অরিগামি ও ট্যারিগামির যৌগিক প্রয়োগে। আলোর মায়া আর কাগজের স্বকীয়তায় বিকশিত হয়েছে এক মায়ের হাজারো রূপ। চিত্রে ফুটে উঠেছে পিতা ও পুত্রের কাজের পরম্পরা। প্রদর্শনীর আর্ট মেডিয়েশন জান্নাতুন নাহার নিঝুম বলেন, ‘আমরা ভাষা, শিশু, মানুষের সম্পর্ক ইত্যাদি নিয়ে কাজ করছি। এখানে আগে যাঁরা কাজ করতেন, তাদের ভাষা, স্মৃতি ধরে রেখেই নতুন ভাষা সৃষ্টি ও শৈল্পিক অর্থ বিনির্মাণের চেষ্টা করছি।’

‘ঐ একটি সমন্বিত কৌতূহল’-এর প্রকল্প পরিকল্পক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী এবং আমেরিকার ওহিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ নাফিসুর রহমান। বিশ্বজিৎ গোস্বামী বলেন, অক্ষরশিল্পের প্রতি অনুরাগ আর নিবিড় সম্পর্কের সঙ্গে শিল্পীদের সৃজনশীল কৌতূহল এখানে সামগ্রিক মানবিক কৃতজ্ঞতায় বিমূর্ত হয়ে উঠেছে।

প্রদর্শনীতে মূলত নগর পরম্পরাগত অক্ষরশিল্পী, ট্রাক, ব্যানার, সাইনবোর্ড, রিকশা পেইন্টাররা অংশগ্রহণ করেছেন। এ ছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে আছেন আলী রেজা রাজু, গোলাম মোহাম্মদ মনির হোসাইন, মোহাম্মদ হাফিজ শেখ, সুকুমার সেন। এ ছাড়া প্রদর্শনীতে শৈল্পিক অংশগ্রহণে আছেন সুকুমার সেন, সনি সেন, আবু কালাম শামসুদ্দিন, আমিনুল ইসলাম আশিক, মোহাম্মদ শাহরিয়ার হুসাইন, এ এফ এম মনিরুজ্জামান শিপু, কাব্য করিম, তাসমিন চৌধুরী প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ