হোম > ছাপা সংস্করণ

দস্যিপনায় ভরা ভালোবাসার গল্প

স্টার জলসার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বালিঝড়’। এরই মধ্যে আরেকটি নতুন ধারাবাহিকের খবর জানাল চ্যানেলটি। নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। সম্প্রতি প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো। আর তাতেই জানা গেল, স্বদেশী আন্দোলনের সময়ের প্রেক্ষাপটে লেখা হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর গল্প।

এমন গল্প নিয়ে ১৯৭৩ সালে মুক্তি পায় তরুণ মজুমদারের কালজয়ী সিনেমা ‘শ্রীমান পৃথ্বীরাজ’। কিশোর বয়সের দুষ্টু-মিষ্টি প্রেমকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায় ও মহুয়া রায়চৌধুরী। আজও সেই কাহিনি দর্শককে মুগ্ধ করে। ওই সিনেমার অনুপ্রেরণা নিয়েই ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে।

প্রমোতে দেখা গেছে, স্বাধীনতা সংগ্রামে অগ্নিগর্ভ বাংলা। এমন পরিস্থিতিতে জমিদার রুদ্রপ্রতাপ ইংরেজ তোষণে ব্যস্ত। তার মেয়ে কমলা। অন্যদিকে দুঁদে উকিল ফণিভূষণ ইংরেজবিরোধী। তার ছেলে মানিক সবার কাছে পরিচিত শ্রীমান পৃথ্বীরাজ নামে। ঘটনাচক্রে মানিক ও কমলার বিয়ে হয়। তারপর শুরু হয় দুষ্টু-মিষ্টি প্রেমের কাহিনি।

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করছেন অয়না চট্টোপাধ্যায়। আর মানিক হয়েছেন সুকৃত সাহা। এর আগে সারদামণির চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন অয়না। এরপর তাঁকে দেখা যায় ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। আর সুকৃতকে দেখা গেছে ‘শ্রীকান্ত’ সিরিজে।

তাঁরা ছাড়াও ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন সুভদ্রা চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, কুশল চক্রবর্তী প্রমুখ। তবে কবে ধারাবাহিকটির প্রচার শুরু হবে, তা এখনো জানা যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ