সড়কে দুর্ঘটনা রোধে চালক–পথচারীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর পুলিশের ‘ট্রাফিক পক্ষে’র সমাপনী দিনের অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বরে যানবাহন চালক, সহযোগী ও পথচারীদের নিয়ে সমাপনী দিনের পথসভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলে মহানগর পুলিশের ট্রাফিক পক্ষ। ট্রাফিক পক্ষের সমাপনী অনুষ্ঠানে ট্রাফিক আইন সম্পর্কিত প্রচারপত্র বিলি করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার আতাহারুল ইসলাম তালুকদার, টিআই (প্রশাসন) সরওয়ার মোহাম্মদ পারভেজ, টিআই নিখিল জীবন চাকমা, সার্জেন্ট মো. মারুফ হাসান।