নগরীর বিশ্বকলোনির একটি বস্তিতে আগুনে পুড়ে রিজিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ আগুনে পুড়েছে বস্তির পাঁচটি বসতঘর। গতকাল রোববার ভোরে আকবরশাহ থানাধীন এলাকাটিতে এই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
নিহত রিজিয়া বেগম বাড়ি ভোলা জেলায়। তিনি ওই বস্তিতে মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভোর ৬টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রিজিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এ সময় তিনি ঘরের ভেতরেই ছিলেন। এ ছাড়া আগুনে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
তবে পুলিশ সূত্রে আগুন লাগার ভিন্ন কারণ কারণ জানানো হয়েছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘আমাদের ধারণা বস্তিতে কেউ আগুন পোহাচ্ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছিল।’
ওসি জহির বলেন, যে নারী মারা গেছেন তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়েছিলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।