ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়েছে নূর উদ্দিন নামে এক কিশোরের। গতকাল বুধবার সকালে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস নামে একটি ট্রেন বিমানবন্দর রেলস্টেশনে থামার সময় যাত্রী নূর উদ্দিন নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে। এতে তার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নূরকে পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরায়।