কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে ১ লাখ ৩৪ হাজার ৮০০ ইয়াবা ও ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোরে সেন্ট মার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাবারাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার বাসিন্দা মো. হারুন (৪০), মো. সলিমুল্লাহ (৫০), মো. সফিকুল্লাহ (৩৫), মোহাম্মদ আলী (৬০), মো. হাসেম (২২), মো. হাসান (২২), মো. সফিকুর (৩৫) ও পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদ (৪০)।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাকি বলেন, কমান্ডার লে. শাকিব মেহবুবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ছেঁড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তবে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বোটটিকে ধাওয়া করে আটক করা হয়।
লেফটেন্যান্ট তাকি জানান, পরে তল্লাশি চালিয়ে তাঁদের একটি ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৩৪ হাজার ৮০০ ইয়াবা ও ৫ লাখ মিটার কারেন্ট জালসহ আটজনকে আটক করা হয়। জব্দকৃত বোট ও ইয়াবাসহ তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।