হোম > ছাপা সংস্করণ

মেঘনার চরে ম্যানগ্রোভ তৈরির বিকল্প নেই

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত করতে মেঘনায় জেগে ওঠা চরগুলোতে ম্যানগ্রোভ তৈরির বিকল্প নেই বলে জানিয়েছেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। মেঘনায় জেগে ওঠা চর জহিরউদ্দিন ও চর নাওয়ালে বিভিন্ন কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।

গতকাল বুধবার দিনব্যাপী উপকূলীয় বন বিভাগের আয়োজনে ম্যানগ্রোভ বাগান সৃজন কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ, চর জহিরউদ্দিনে করোনার গণ টিকা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশুর সভাপতিত্বে চর জহিরউদ্দিন নতুন বাজারে শীতবস্ত্র বিতরণের সময় সাংসদ শাওন আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। নদীর তলদেশ দিয়ে বিদ্যুতের লাইন এনে আপনাদের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘একসময় দুর্গম জনপদ ছিল বিএনপির নেতা-কর্মীদের লুটতরাজের কেন্দ্র। চরের মানুষকে তাঁরা জিম্মি করত। কৃষকের ধান, গবাদিপশু লুটপাট করত। অথচ শেখ হাসিনা সরকার চরবাসীদের রাস্তাঘাট, বিদ্যুৎ, নিরাপত্তাসহ সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, মো. রাসেল, মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ