সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনী এলাকায় আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ-৬ আসন, ৯টি পৌরসভা এবং ৪টি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত যেসব এলাকায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সেসব এলাকায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তফসিলভুক্ত ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংকে কর্মরতদের ভোটাধিকার সুযোগ প্রদানের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই মর্মে জারি করা একটি আদেশ দেশের সব তফসিলি ব্যাংকের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।