চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে প্রথম ধাপের টিকাদান শুরু হয়।
এদিন চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।
নগরীর চট্টেশ্বরী সড়কের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল ও একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের ৮টি বুথে এই টিকা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার বলেন, যাঁরা টিকা পাচ্ছেন তাঁদের অনলাইন নিবন্ধন লাগবে না। টিকা নিবন্ধনের জন্য তাঁদের একটা কার্ড দেওয়া হবে। পরবর্তী ডোজের টিকার জন্য ওই কার্ড নিয়ে আসতে হবে। পর্যায়ক্রমে সব পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।