হোমনায় ঘাগুটিয়া হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস পালন করা হয়। এ উপলক্ষে ঘাগুটিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকারের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, খন্দকার হুমায়ুন কবীর, এরশাদ হোসেন, আ. রশিদ, ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, অধ্যাপক আ. মান্নান, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া ও মো. কাজল মাস্টার প্রমুখ।