হোম > ছাপা সংস্করণ

আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী বিধি লঙ্ঘন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি প্রতীক বরাদ্দের আগেই পোস্টার সাঁটিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, মির্জাপুর ইউনিয়নের মোড়ে মোড়ে নৌকা প্রতীকসংবলিত পোস্টার সাঁটানো রয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টুলু বলেন, এভাবে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার সাঁটানো ঠিক না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ করে দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ জানান, তিনি প্রতীকসংবলিত পোস্টার সাঁটাননি। তাঁর সমর্থক সদস্য প্রার্থীরা এটা করেছেন। এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আকরাম হোসেন বলেন, ‘নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী কোনো প্রচার ও পোস্টার সাঁটাতে পারবেন না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, প্রতীক বরাদ্দের আগে একজন প্রার্থী তাঁর প্রতীক টানাতে পারেন না। আমরা প্রত্যেক প্রার্থীকে কী কী কারণে আচরণবিধি লঙ্ঘন হয়, সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি। এরপরও কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৫ম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি। এ ধাপে শৈলকুপা উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ হবে। ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ