নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন দুর্গাপুর সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার উপজেলার পৌর শহরের নগর কফি লাউঞ্জে কেক কেটে সংগঠনের শুভসূচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এ সময় দৈনিক আজকের আলোকিত সকালের প্রতিনিধি সজীম শাইনকে সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি কলি হাসান ওয়ালীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্গাপুর সাংবাদিক সমিতি সেই ভূমিকায় অগ্রপথিক হোক।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালী হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন কবি লোকান্ত শাওন, মাওলানা আলী ওসমান, মামুন রণবীর, রাজেশ গৌড়, শফিকুল আলম সজীব মোরশেদ আলম, দেলোয়ার হোসেন তালুকদার, ফাতেমা আক্তার, নূর আলম, অন্তর হাজং প্রমুখ।