ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার আসামিপক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ধার্য তারিখে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে সাফাই সাক্ষ্য নেওয়া সম্পন্ন হয়। আগামী ১ মার্চ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্লগার অনন্ত হত্যা মামলায় আসামি পক্ষের সাফাই সাক্ষীর তারিখ ছিল। তবে তা পিছিয়ে গতকাল মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ঠিক করেন বিচারক নুরুল আমীন বিপ্লব।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, এর মধ্যে দিয়ে মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জনের সাক্ষ্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আসামিপক্ষ সাফাই সাক্ষ্য উপস্থাপনের জন্য পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, ইব্রাহীম মিয়া, দেলোয়ার হোসেনের হাজিরা দেন।
আদালত সূত্রে জানায়, গতকাল বিচারক ৩ জনের সাফাই সাক্ষ্য নেন। এর মধ্য দিয়ে সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। বাদী পক্ষে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন শুনানিতে অংশ নেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ ও অ্যাডভোকেট ইমরান আহমদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসা থেকে কয়েকশ গজ দূরে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায় স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। নিহতের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের বর্তমানে কারাগারে রয়েছেন। অপর আসামি মান্নান রাহী কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন। অপর তিন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছেন। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়েছিল। ২০২০ সালে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।