ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত রোববার রাতে আদালত মার্কেটের সামনের সড়কে তাঁকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সদর আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারের মালিক বিলকিস বেগম নেতৃত্ব দেন বলে সাংবাদিক মাহাবুব আলম লিটনের অভিযোগ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় যখন অপ্রীতিকর ঘটনা ঘটে আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। পরে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’