জেলায় ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। ৩৫১টি নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে কেউ মৃত্যুবরণ করেনি।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন আছেন। এ ছাড়া মির্জাপুরে ৩ জন এবং ঘাটাইল ও মধুপুরে ১ জন করে আছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬২৫। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২৫৬ জন।
এ দিকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টারে ৯ জন চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে কালিহাতী ও মধুপুরে ১ জন করে রোগী চিকিৎসাধীন রয়েছে।