হোম > ছাপা সংস্করণ

২৫ ভাগ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ২৫ শতাংশ দুই ডোজ করোনার টিকা পেয়েছেন। প্রায় ৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া গেলে পুরো দেশেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসে যায়। যে পরিমাণ ডোজ অর্ডার দেওয়া হয়েছে, তা ৭০-৮০ শতাংশ মানুষকে দেওয়া যাবে।

গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর নির্বাচনী এলাকা সদর এবং সাটুরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০% মানুষকে টিকা দেওয়া হবে। এ ছাড়া আগামী বছরের এপ্রিলের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। দ্রুত সময়ের মধ্যে ১২-১৭ বছরের শিশুশিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে করোনার নমুনা পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন ৮০০টি ল্যাব হয়েছে। এখন করোনার চিকিৎসার জন্য দেশের হাসপাতালগুলোয় ১৮ হাজার শয্যা রয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণ কমে এসেছে। এখন করোনা শনাক্তের হার ২ দশমিক ৭ শতাংশ। মৃত্যুর হারও কমে এসেছে। তবে করোনার সংক্রমণ বাড়তে তো সময় লাগে না। অনেক দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে। এ কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনেই দৈনন্দিন কাজ এবং আচার-অনুষ্ঠান করতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ