হোম > ছাপা সংস্করণ

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু নিহত

কালিহাতী প্রতিনিধি

মধুপুর থেকে কালিহাতীর বুরবুরা বিলে মাছ ধরতে এসে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর বন্ধু চানু মিয়া অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন।

নিহতরা হলেন মধুপুর মহিষমারা এলাকার কুদরত আলীর ছেলে বাদল। তিনি পেশায় একজন ভ্যানচালক। একই গ্রামের আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা সুরুজ আলীর ছেলে মানিক। মধুপুর উপজেলার মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে কালিহাতীর ভাবলা বুরবুরা বিলে মাছ মারতে বাড়ি থেকে বের হন ছয় বন্ধু বাদল, মানিক, চানু, মজিদ, জিয়া ও আয়নাল। রাত তখন প্রায় সাড়ে ১১টা। বাদল, মানিককে পেছন থেকে অনুসরণ করে রেললাইন ধরে হাঁটছিলেন চারজন। এমন সময় পেছন থেকে আসা ট্রেন বাদল এ মানিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু রেলওয়ের স্টেশনের হেড বুকিং রেজাউল করিম জানান, রাত সাড়ে এগারোটার দিকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনা আমরা রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, ঘটনা শোনার পর পরই আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্বজনরা লাশ দুটি নিয়ে গেছে।

এ ঘটনায় আশ্রয়ণকেন্দ্রসহ পুরো গ্রামে শোকের মাতম চলছে। পরে গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ