গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, শ্রমিকনেতা ও শিক্ষক শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১ তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ৯ নভেম্বর তিনি গাজীপুরের পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে এক জনসভায় সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হন।
আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে গাজীপুরসহ নগরীর বিভিন্ন স্থানে কেক কাটা, স্মরণ সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দিনের শুরুতে হায়দরাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে টঙ্গীর নতুন বাজার দলীয় কার্যালয়ে কেক কাটা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রায় প্রতিটি ওয়ার্ডে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৮৩ ও ১৯৮৭ সালে পুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হন তিনি।