হোম > ছাপা সংস্করণ

৩২ শিক্ষককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে ৩২ শিক্ষককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ শিক্ষকেরা সমিতির সভাপতি বাবর আলী ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পাতানো নির্বাচনের লক্ষ্যে এ কাজ করছেন বলে অভিযোগ বাদ পড়া শিক্ষকদের। এ বিষয়ে গত রোববার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা। নির্বাচনী তফসিল বাতিল, বাদ পড়া শিক্ষকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাদ পড়া শিক্ষকেরা।

অভিযোগে বলা হয়, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও তাঁদের অনুসারীরা ৩২ শিক্ষককে বাদ দিয়েছেন। ইতিমধ্যে ৪ বছর মেয়াদি এই কমিটি ৯ বছর পার করেছে। এর মধ্যে তাঁরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তা ঢাকতে এমন কাজ করা হয়েছে।

সদ্য বিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষ বিমল কুমার রায় বলেন, ‘আমি সভাপতি পদে মনোনয়ন ফরম নিতে গিয়েছিলাম। কিন্তু আমাকে ফরম দেওয়া হয়নি। তা ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সমিতির আয়-ব্যয় সম্পর্কেও কোনো দিন কিছু জানতে দেওয়া হয়নি। এমনকি সর্বশেষ সভা করে ৩২ শিক্ষককে অন্যায়ভাবে ভোটার তালিকা হতে বাদ দেওয়া হয়েছে।’

বিলুপ্ত কমিটির সভাপতি বাবর আলী বলেন, ‘গোয়ালন্দে চারটি শিক্ষক সংগঠন রয়েছে। মোট শিক্ষক সংখ্যা ২৭২ জন। এর মধ্যে যারা বাকি ৩টি সংগঠনের সঙ্গে যুক্ত, এমন ৩২ জনকে আলোচনা সাপেক্ষে সমিতির ভোটার তালিকা হতে বাদ দেওয়া হয়েছে। আর কোনো অনিয়মের সঙ্গেও আমরা যুক্ত নই।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বাদ পড়া শিক্ষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। মাননীয় এমপি মহোদয় এ বিষয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আর এ বিষয়ে খোঁজ নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ