নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে অসুস্থ অবস্থায় পালানোর সময় সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে আসা মা নূর বাহারকে (৬০) আটক করেছে চরজব্বার থানা-পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় চর মোজাম্মেল ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ভাসানচর ১০ নম্বর ক্লাস্টারের ১৩ নম্বর কক্ষের নূর মোহাম্মদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজ্জামেল ঘাটে রোহিঙ্গা নারী নূর বাহার ও তাঁর মেয়ে সেতারা বেগমকে দেখতে পান স্থানীয়রা। পরে উপস্থিত লোকজন সেতারাকে জ্বরে কাঁপতে দেখে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে চর নোমান এলাকা পৌঁছালে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মৃত সেতারা বেগমের মায়ের দেওয়া তথ্যমতে তিনি গত ২০-২৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে গত ৩-৪ দিন আগে দালালের মাধ্যমে ভাসানচর থেকে পালিয়ে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে মাছ ধরার নৌকাযোগে পালিয়ে আসেন। গত শনিবার রাতের কোনো এক সময় তাঁদের কৌশলে সুবর্ণচরের মোহাম্মদপুরের চর মোজাম্মেল গ্রামের ঘাটে নামিয়ে দেন দালালেরা। পরে সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে গতকাল বিকেলে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।