হোম > ছাপা সংস্করণ

পৃথক সড়ক দুর্ঘটনায়  চারজন নিহত

ময়মনসিংহ নগর এবং ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বুধবার পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৪) এবং ঢাকার সাভারের নুর ইসলামের ছেলে আরিদুল ইসলাম (২৮)। আরিদুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেদেপল্লিতে বাস করতেন। বুধবার সন্ধ্যায় নগরীর আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আকুয়া বাইপাস এলাকায় র‍্যাব-১৪ কার্যালয়ের সামনে মুক্তাগাছাগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাপায় রাস্তা থেকে ছিটকে দুমড়ে মুচড়ে অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হতাহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ত্রিশাল: ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫) এবং আলাউদ্দিনের মেয়ে রিমা (২০)। ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ী এলাকার নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা–পুলিশ আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ