মহালয়ার পর শারদীয় দুর্গাপূজার আমেজ বইছে সারা দেশে। গাজীপুরের কালিয়াকৈরেও এ আমেজের ছোঁয়া লেগেছে। উপজেলার ১২৮টি মণ্ডপে
কালিয়াকৈর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজিত কুমার সাহা বলেন, গত বছরের যে কয়টা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, এবার এর সংখ্যা বাড়বে। এ পর্যন্ত ১২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। যা গত বছরের তুলনায় ২৪টি বেশি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এবার ১২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। প্রত্যেকটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর টিম তৎপর থাকবে।