হালুয়াঘাটে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে ‘ওমর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডিএস আলিম মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, ছানিপড়া রোগীদের এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশন করা হবে। অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনা মূল্যে অপারেশন করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মানুষের সেবা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করি।’