দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রামে টানা চার দিন ধরে রাতে খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী। ফুলবাড়ী পৌর এলাকার স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের খড়ের গাদায় আগুন ধরে।
আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা বেগম জানান, শবে বরাতের রাত হওয়ায় ইবাদত-বন্দেগি করে রাত একটায় শুয়ে পড়েন তাঁরা। শোয়ার কয়েক মিনিটের মধ্যেই বাড়ির সামনে থাকা খড়ের গাদায় জ্বলে উঠে আগুন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ওই গ্রামের মিজানুর রহমান ও রবিউল ইসলামের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁদের প্রায় দুই লাখ টাকার খড় পুড়ে যায়। পরদিন বুধবার দিবাগত রাতে ওই গ্রামের হেলালের খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। এর একদিন পর গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের সেনা সদস্য আল আমিনের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার দিবাগত রাতে আব্দুল মজিদের খড়ের গাদায় আগুন লাগে।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে খড়ের ব্যবসা করে আসছিলেন। কিছুদিন আগে তিনি দুই লাখ টাকার খড় কিনে পালা করে রাখেন। সেই পালার বেশির ভাগ খড়ই আগুনে ভস্মীভূত হয়েছে।
রবিউল ইসলাম জানান, নিজের জমির ধানের খড় পালা দিয়ে রেখেছিলেন। আগুনে তাঁর সব খড় পুড়ে গেছে।
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, গরুর খাদ্যের জন্য খড় কিনে পালা করে রেখেছিলেন। সেই খড় পুড়ে ছাই হয়ে গেছে।
স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা ফুলবাড়ী জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা বলেন, ‘কোনো দুর্বৃত্ত চক্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে গ্রামবাসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছেন। চক্রটি আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাছান বলেন, ‘পৌর এলাকার স্বজনপুকুর বুদ্দিপাড়ায় টানা চার দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো আগুন নিয়ন্ত্রণে নেওয়ায় বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গ্রামবাসী।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিরোধের জের ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’