হোম > ছাপা সংস্করণ

বছর ধরে মিলছে না ডায়াবেটিসের ওষুধ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ডায়াবেটিসের ওষুধ বিতরণ এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে বারবার এসে ওষুধ না পাওয়ায় এখন রোগীরা আর আগের মতো আসছেন না। যারা–ও আসছেন তাঁরা ওষুধ না পেয়ে ফিরছেন হতাশ হয়ে।

এনসিডি কর্নারে থেকে সাধারণত উচ্চ রক্তচাপের তিন ধরনের–হৃদ্‌রোগের শ্বাসকষ্টের, ডায়াবেটিস ও চর্বি কাটার ওষুধ বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও ওষুধ না থাকায় এসব রোগীদের ভোগান্তি বেড়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে মাত্র দুজন রোগী। অথচ এর আগে প্রতিদিন এ বিভাগে রোগীর ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব মতে, তখন এনসিডি কর্নারে প্রতিদিন ১৩০-১৫০ জন রোগী আসতেন। সেখানে এখন রোগী আসে ২৫-৩০ জন। চলতি বছরে প্রায় নয় মাস ধরে ওষুধ বিতরণ না থাকায় রোগী আসা কমে গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ষাট বছরের বৃদ্ধা রূপভান বিবির বলেন, ‘গত তিন মাস ধরে ডায়াবেটিসের ওষুধ নিতে এসে ফিরে যাচ্ছি। এ বছরে মোটে দুই বার ডায়াবেটিসের ওষুধ পেয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুল আলম বলেন, ‘ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগকে চাহিদাপত্র দেওয়া হয়েছে। বরাদ্দ হয়েছে। শিগগিরই এসব ওষুধ বিতরণ করা হবে। তবে চিঠিতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা মাত্র ১৫ দিনের বেশি বিতরণ করা সম্ভব হবে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ