প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক হিরোকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে একাদশ জাতীয় নির্বাচনের সময় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নাশকতা মামলায় তিনি পরোয়ানা ভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’