বান্দরবানে ধর্মীয় নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের সেনা রিজিয়নের আয়োজন গতকাল বুধবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
জিয়াউল হক বলেন, ‘ধর্মীয় নেতারা আমাদের নৈতিকতার শিক্ষা দিচ্ছেন, ভালো মন্দের মধ্যে তফাতের শিক্ষা দিচ্ছেন। আমরা সেই দীক্ষায় দীক্ষিত হচ্ছি। আমরা জানি-কেউই ধর্মের ঊর্ধ্বে নয়। সব ধর্মই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। কোনো ধর্মই সহিংসতার শিক্ষা দেয় না।’
সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল শফিউল আজম পারভেজ, সেনাবাহিনীর রুমা জোন কমান্ডার লে. কর্নেল হাসান শাহারিয়ার ইকবাল, আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. মনজুরুল হাসান, ডিজিএফআই বান্দরবানের কমান্ডার লে. কর্নেল নাদির হোসেন চৌধুরী, সেনাবাহিনীর এএসআই ইউনিট কমান্ডার লে. কর্নেল মুকিম উদ্দিন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিল, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ইমামীসহ বিভিন্ন ধর্মের গুরুসহ সাংবাদিকেরা।