হোম > ছাপা সংস্করণ

‘কোনো ধর্মই সহিংসতার শিক্ষা দেয় না’

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ধর্মীয় নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের সেনা রিজিয়নের আয়োজন গতকাল বুধবার সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

জিয়াউল হক বলেন, ‘ধর্মীয় নেতারা আমাদের নৈতিকতার শিক্ষা দিচ্ছেন, ভালো মন্দের মধ্যে তফাতের শিক্ষা দিচ্ছেন। আমরা সেই দীক্ষায় দীক্ষিত হচ্ছি। আমরা জানি-কেউই ধর্মের ঊর্ধ্বে নয়। সব ধর্মই শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। কোনো ধর্মই সহিংসতার শিক্ষা দেয় না।’

সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মঈনুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল শফিউল আজম পারভেজ, সেনাবাহিনীর রুমা জোন কমান্ডার লে. কর্নেল হাসান শাহারিয়ার ইকবাল, আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. মনজুরুল হাসান, ডিজিএফআই বান্দরবানের কমান্ডার লে. কর্নেল নাদির হোসেন চৌধুরী, সেনাবাহিনীর এএসআই ইউনিট কমান্ডার লে. কর্নেল মুকিম উদ্দিন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিল, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলাউদ্দিন ইমামীসহ বিভিন্ন ধর্মের গুরুসহ সাংবাদিকেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ