হোম > ছাপা সংস্করণ

চালু হয়েছে মা ফাতেমা নারী প্রশিক্ষণ কেন্দ্র

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দির মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটি অবশেষে চালু হলো। ২১ মাস কেন্দ্রটি বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রটি পুনরায় উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, কেন্দ্রটির সিনিয়র ট্রেনিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউসেফ বাংলাদেশের রাজশাহী বগুড়া জোনের রিজিওনাল ম্যানেজার শাহিনূর আহম্মেদ, দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

কেন্দ্রটিতে গ্রামীণ দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বাল্যবিবাহের শিকার নারীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়। গত বছরের ১৮ নভেম্বর আজকের পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে ‘সারিয়াকান্দিতে নারী প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ’ নামে খবর প্রকাশিত হয়।

২০০০ সালের ১ জানুয়ারি সারিয়াকান্দিতে প্রতিষ্ঠা লাভ করেছে মা ফাতেমা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র। ২০০৬ সালে কেন্দ্রটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তি লাভ করে। ২০১৪ সালের ১১ জুলাই সাবেক সাংসদ আব্দুল মান্নান গ্রামীণ অবহেলিত নারীদের জন্য কেন্দ্রে উদ্বোধন করেন সিএনজিচালিত থ্রি হুইলার ড্রাইভিং এবং মোটরসাইকেল মেকানিকস প্রশিক্ষণ কোর্স।

প্রশিক্ষণকেন্দ্রের ইলেকট্রিশিয়ান মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক অসহায় নারী এখানে প্রশিক্ষণ গ্রহণ করে স্বনির্ভর হয়েছেন। এ পর্যন্ত কেন্দ্রটি থেকে ১ হাজার ৫০০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২০১৮-২০১৯ অর্থবছরে ২৭৯ জন নারী প্রশিক্ষণ গ্রহণ শেষে ২১০ জন নারী চাকরি পান। তাঁদের মধ্যে মোটরসাইকেল সার্ভিস মেকানিকসে ৯২ জন প্রশিক্ষণ শেষ করে চাকরি পেয়েছেন ৮২ জন। তিন মাসের প্রশিক্ষণকালীন থাকা-খাওয়া বিনা মূল্যেসহ ৯০০ টাকা প্রশিক্ষণকালীন ভাতা পান প্রশিক্ষণার্থীরা। কেন্দ্রটির একজন প্রশাসনিক কর্মকর্তাসহ জনবলকাঠামো ১৩ জন। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন জেলায় প্রতিনিধিত্ব (ডেপুটেশনে) করেন। কেন্দ্রটি করোনাকালীন লকডাউনের কারণে ২১ মার্চ ২০২০ সাল থেকে বন্ধ ছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ