সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশকতা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার সর্বানন্দ ইউনিয়নে পশ্চিম বাছহাটী গ্রামের জবেদ আলী (৪৮) ও বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের শহিদুল ইসলাম সৈয়দ আলী (৪৮)।
গত মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ভোর রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেন। পরে তাঁদের দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।