হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে ধর্ষণে মামলা গ্রেপ্তার ১

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনায় মামলা ও একজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত প্রেমিক রবিউল বেপারীকে (২১) আসামি করে গত শনিবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, গত দুই বছর পূর্বে উপজেলার রবিউল বেপারীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে প্রেমিক রবিউল বেপারী গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার (ছাত্রী) বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাইরে আনে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক রবিউল।

উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তারপরই তিনি পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ দিন সে বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামলা হোসেন জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ