হোম > ছাপা সংস্করণ

বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে এসে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সক্ষমতা বৃদ্ধিমূলক উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজি, ইমাম, অভিভাবক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের বাল্যবিবাহ নিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এমন পরামর্শ দেন তিনি।

গতকাল রোববার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালন কমিটি জাইকার সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বাল্যবিবাহ দিনের পর দিন ব্যাপক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করে সমাজ থেকে বাল্যবিবাহ চিরতরে বিদায় দিতে হবে। অশিক্ষা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে আইনের তোয়াক্কা না করেই বাল্যবিবাহ হয়ে আসছে। সবাই সচেতন হলে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।

মাটিরাঙ্গা উপজেলা পরিচালনা কমিটি ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি জাইকার উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে মাটিরাঙ্গা থানার পুলিশ (তদন্ত) মো. আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ নারীশিক্ষার অগ্রগতি ব্যাহত হয় এবং এর কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ আইনে ২২টি ধারা আছে। এর মধ্যে ১৯ ধারা বিশেষ শর্তসম্পর্কিত। বাল্যবিবাহ হলেই এর জন্য শাস্তির বিধান রয়েছে। জন্মনিবন্ধন সনদ ব্যতীত কোনো অবস্থায়ই নিকাহ রেজিস্ট্রার যেন বিবাহ নিবন্ধন না করেন সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, কাজি, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ